সভাপতি মহোদয়ের বাণী
তেজদাসকাঠী কলেজ নামটি উচ্চারিত হওয়ার সাথে সাথে যার নামটি উঠে আসে তিনি আর কেউ নন তিনি হলেন আলহাজ্ব আব্দুস সোব্হান। দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী পিরোজপুর জেলার তেজদাসকাঠী গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন।
তিনি ছিলেন একজন পরোপকারী, ন্যায়নিষ্ঠ, দানবীর ও ধার্মিক ব্যক্তি। তাঁর জীবনের লক্ষ্য ছিলো অত্র অঞ্চলের পিছিয়ে পড়া মানুষদের শিক্ষার আলোয় উদ্ভাসিত করা এবং তাদের উন্নতির পথে এগিয়ে নেওয়া। এই উদ্দেশ্যকে সামনে রেখে তিনি শিক্ষা ক্ষেত্রে ব্যাপক অবদান রাখেন এবং এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। তেজদাসকাঠী কলেজ প্রতিষ্ঠা ছিলো তাঁর অন্যতম মহৎ উদ্যোগ।
১৯৯৫ সালে তিনি এলাকার ও পার্শ্ববর্তী ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এই কলেজ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার জন্য তিনি ৫ একর জমি দান করেন এবং কলেজের অবকাঠামো নির্মাণের জন্য তৎকালীন ১২ লক্ষ টাকা নগদ দান করেন। নিজ হাতে মাটি কাটার মধ্য দিয়ে তিনি কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তাঁর এই অক্লান্ত প্রচেষ্টা ও আত্মত্যাগের ফলে তেজদাসকাঠী কলেজ আজ একটি পরিচিত বিদ্যাপীঠে পরিণত হয়েছে।
কলেজটি ১৯৯৯ সালে এমপিও ভুক্ত হয়। এমপিও ভুক্ত হওয়ার পূর্বেও দীর্ঘ সময় ধরে আলহাজ্ব আব্দুস সোব্হান সাহেব নিজের পকেট থেকে প্রতিমাসে শিক্ষক-কর্মচারীদের সম্মানী প্রদান করেছেন। তিনি কখনোই কোনো স্বার্থের কথা ভাবেননি, বরং নিঃস্বার্থভাবে এই কলেজের প্রতি তার ভালোবাসা ও দায়িত্ব পালন করেছেন।
কলেজের নামকরণের ক্ষেত্রে যখন এলাকাবাসী আলহাজ্ব আব্দুস সো্হান সাহেবের নামে নামকরণের প্রস্তাব দিয়েছিলেন, তখন তিনি জীবিত ব্যক্তির নামে কোনো কিছু করার বিপক্ষে ছিলেন। তিনি তাঁর জীবনের মহান উদ্দেশ্যকে সম্মান জানিয়ে কলেজের নাম “তেজদাসকাঠী কলেজ” রাখেন।

২০০০ সালের ১৪ মে তিনি মৃত্যুবরণ করেন। যদিও তিনি আমাদের মাঝে নেই, তবে তাঁর রেখে যাওয়া শিক্ষার অঙ্গনে যা কিছু মহান কর্ম তিনি করেছেন, তা আজও অম্লান। তাঁর স্বপ্ন ও আদর্শ এখনো জীবন্ত, যা তার পরিবার, আত্মীয়-স্বজন, এলাকাবাসী, কলেজ পরিচালনা পর্ষদ, কলেজের শিক্ষক-কর্মচারী ও প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীরা লালন করে চলেছেন। আলহাজ্ব আব্দুস সোব্হান সাহেবের অমর স্মৃতির মাঝে তেজদাসকাঠী কলেজ আজও শিক্ষার অগ্রগতিতে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত।
তেজদতাসকাঠী কলেজ জ্ঞানালোকে উদ্ভাসিত হয়ে বিশ্বলোকে তার সুদৃঢ় অবস্থান নিশ্চিত করুক- এই প্রত্যাশা করি।
রেহানা সুলতানা
সভাপতি
কলেজ গভর্নিংবডি
তেজদাসকাঠী কলেজ, পিরোজপুর।